কুষ্টিয়া প্রতিনিধি : ভেড়ামারায় বোমা নিয়ে খেলাতে গিয়ে ৫শিশু আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানান যায়, দক্ষিণ ভবানীপুর গ্রামের রিয়াজের বাড়ীর পাশে পরিত্যাক্ত জমিতে খেলছিলো কিছু শিশু। এসময় সেই জমির কাছে মাটিতে পুতে রাখা বোমার বিস্ফোরন ঘটে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। আহতরা হলো উপজেলার ভবানীপুর গ্রামের আনরুল ইসলামের ছেলে বাপ্পী (১০), রাব্বি (৪), একই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে পাপ্পু(৭), সেলিম উদ্দিনের ছেলে সাকিব(৮), শহীদুল ইসলামের ছেলে সিজান(৯)। ভেড়ামারা উপজেলা নির্বঅহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।