মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেছেন, সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায়। বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষক শূন্যতা দূরীকরনে সরকার বান্তবমুখী প্রদক্ষেপ গ্রহন করে ইতিমধ্যে পরপর কয়েকবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, যুগোপযোগী ৩স্তর বিশিষ্ট শিক্ষানীতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।
গতকাল বুধবার দুপুরে কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের একিদত্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫৮ লাখ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত একতলা ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামালের সভাপতিত্বে ও সমাজসেবক দানা মিয়ার পরিচালনায় অনুষ্টিত একাডেমী ভবনের উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাকিব আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, শাহাজালাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিরজান আলী, একিদত্তপুর বিদ্যালয় পরিচালনা কমিরি সভাপতি সৈয়দ জমসেদ উদ্দিন।
বক্তব্য রাখেন ইউপি সদস্য নোমান আহমদ ও সেলিম আহমদ, শাহাজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির মিয়া, একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আবু সালেহ প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান সভার পূর্বে নবনির্মিত ভবনের আনুষ্টানিক উদ্বোধন করেন।