কুষ্টিয়া প্রতিনিধি : কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে আজমি (৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ীর পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজমি স্থানীয় কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আজমি খেলার জন্য জয়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সারাদিন খোঁজাখুজির পর সন্ধ্যায় বাড়ির পাশে এক পরিত্যক্ত ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে কুমারখালী থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
কুমারখালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, লাশের গলার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জয় নামে এক কিশোরকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।