বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : দেশে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের ওয়ারেন্ট অফিসার মেজর আলমগীর, সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহমুদ, পঞ্চগড় বিজিবি ব্যাটালিয়নের মেজর নাজমুল হক। এসময় বক্তব্য রাখেন-বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের ওয়ারেন্ট অফিসার মেজর আলমগীর বলেছেন, আগামীকাল ২৭ ফেব্রæয়ারী বৃহস্পতিবার আসন্ন চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন গ্রহনের লক্ষ্য ইতিপুর্বে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহন করেছেন। তাই অবাধ সুষ্ঠ্য নিরপেক্ষ উপজেলা নির্বাচন গ্রহনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি প্রার্থীদেরসহ সকলের একান্ত্র সহযোগিতার প্রয়োজন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহমুদ বলেন, আসন্ন চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন গ্রহনের লক্ষ্যে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রস্তুতি গ্রহন করেছি। নির্বাচন কেন্দ্রগুলোতে কোনধরনের ষড়যন্ত করার কেউ সুযোগ পাবেনা।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন বলেন, উপজেলা পরিষদ নির্বাচন গ্রহনের লক্ষ্যে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রস্তুতি গ্রহনের পাশাপাশি নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে। যদি কোন প্রার্থী নির্বাচন আচরণ বিধি লংঘন করে তাহলে নির্বাচন মনিটরিং টিম উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে সচেষ্ট থাকিবে।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন-আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ফাহীম উদ্দীন, ১৯ দলের সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এবং চাড়োল ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী, উপজেলা আওয়ামীলীগের নেতা ও বড়বাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুশফেকুর রহমান ও আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা এমদাদ ও সিমা আক্তার, ইউপি চেয়ারম্যান আকরাম আলী, সমর কুমার চ্যাটার্জি নুপুর, অপূর্ব কুমার রায় চৌধুরী, শেখ আইয়ুব আলী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাংবাদিক রমজান আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।