আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার দুটি গ্রামে বুধবার দুটি মৎস্য-সবজি খামার পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। দাতা সংস্থা ইউএসআইডীর এর অর্থায়নে ও ওয়ার্ল্ড ফিস এর বাস্তবায়নে এ্যাকুয়াকালচার ফর ইনকাম এন্ড নিউট্রিশন প্রকল্পের ঘটখালী ও চলাভাঙ্গা গ্রামের খামার দুটি পরিদর্শন কালে মার্কিন রাষ্ট্রদূতের সাথে ছিলেন ইউএসএইড এর মিশন পরিচালক মিস জেনিনা জেরুজেলস্কি।
সকাল সাড়ে দশটায় ঘটখালী গ্রামের সিকদার বাড়ী এলাকায় আনোয়ার সিকদারের পরিচালনায় পায়রা পাঙ্গাস খামার এ উপস্থিত হয়ে মার্কিন রাষ্ট্রদূত মৎস্যখামার ও পুকুর পাড়ে অবস্থিত সবজির খেত ঘুরে দেখেন এবং চাষীদের সাথে কথা বলেন। বেলা ১২টার দিকে তিনি চলাভাঙ্গা গ্রামের নাসির হাওলাদারের মৎস্যখামার ও সবজির খেত পরিদর্শন করেছেন।