শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলায় আওয়ামীলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা সদর রায়েন্দা বাজারে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন। পরে রাজৈর ব্রিজ এলাকায় পথসভায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন আকন, এ, এ রশিদ আকন, রফিকুল ইসলাম কালাম, আকন আলমগীর, শাহজাহান জমাদ্দার বাদল, মইনুল ইসলাম টিপু, যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগ নেতা মীর হাসানুজ্জামান। প্রসঙ্গত, রোববার দুপুরে একটি মামলায় গ্রেফতার হয় ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজ।