ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কুলে দেয়ার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্র“য়ারী মঙ্গলবার বিকেল ৪টার সময় রাজশাহী সাবেহ বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে প্রগতিশীল ছাত্রজোটের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারী রাবিতে দুর্বৃত্তরা যে নৃশংস হামলা চালিয়ে ছিলো তাতে সাধারন ছাত্র/ছাত্রীরা অপমান ও লাঞ্চিত হয়েছে। আর তা ন্যায় প্রতিবাদের কারনে শিক্ষার নামে ব্যবসা সন্ধ্যাকালীন মার্টাস কোর্চ এটা শুধু অর্থের বিনিময়ে সনদ বিতরণ। যা শিক্ষার কলঙ্ক। যেখানে এই সরকার শিক্ষার মান উন্নয়নে সকল বাধাকে সহজ করেছে। গরীব-ধনী সর্ব স্তরের সবাই শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু কিছু মহলের কারণে শিক্ষা বর্তমান সম্পূর্ণ ব্যবসায় পরিনত হয়েছে। তাছাড়া প্রত্যেক বিষয়ের প্রতি বাজার দর ৬ হাজার থেকে ১০ হাজার, কখনো তা উত্তির্ন হয়। এর নাম কি শিক্ষা? উক্ত সমাবেশে ন্যায় প্রতিবাদি ছাত্র জোট বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানায়। বানিজ্যিক সন্ধ্যা কোর্চ বাতিল, শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে রাবি ক্যাম্পাস খুলে দেওয়া সহ হামলা কারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করা।