মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হনুমান মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এম সাইফুর রহমান রোডে বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকা সূত্রে জানা যায, সকালে স্থানীয় কিছু লোক রাস্তায় ঐ হনুমানটিকে দেখতে পেয়ে ধাওয়া করে। হনুমানটি নিজেকে রক্ষা করতে গিয়ে এক পর্যায়ে রাস্তার পাশের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে প্রাণীসম্পদ কর্মকতারা ঘটনাস্থলে পৌঁছে হনুমানের লাশ প্রাণী সম্পদ কার্যালয় (হাসপাতালে) নিয়ে আসেন।
মৌলভীবাজার প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ নিরুদ চন্দ্র সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।