ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় ইউএস-এআইডি উন্নয়ন কাজের পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ১২:১৯ অপরাহ্ণ

Pic 24-02-14 (2)ভোলা প্রতিনিধি : ভোলায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা দুটি ওয়াটার এন্ড সেনিটেশন(ওয়াটসন) এর কার্যক্রম ও বিভিন্ন উন্নায়ন প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার দক্ষিনপ্রান্তের মানুষের সামাজিক উন্নয়ন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। দুপুর ৩টায় তিনি জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে বলেন,বাংলাদেশের উন্নয়ন কাজে আমেরিকা সরকার পাশে থাকবে। ভোলা জেলার উন্নয়ন দেখে মুগ্ধ হয়েছেন।

Shamol Bangla Ads

মতবিনিময় শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাকে ভোলা জেলার পক্ষ তেকে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করেন। এসময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএস-এআইডি) মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন ও দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়নে একটি বে-সরকারি উন্নয়ন সংস্থা ড্রর্পের কর্মকান্ড দেখেন।
এ সময় ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, পুলিশ সুপার মোঃমনিরুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক আঃ মমিন টুলু উপস্থিত ছিলেন । গতকাল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর কার্যলয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ৫দিনের সফরে বরিশাল বিভাগে আসেন। আজ সোমবার ভোলা থেকে ৫ দিনের সফরে বরিশাল,পটুয়াখালী,পিরোজপুর,ঝালকাঠি,বরগুনা,করবেন তিনি। ইউএস-এআইডি পরিচালিত কর্মসূচির ওয়াশ (ওয়াটার,সেনিটেশন ও হাইজিন) সেরিয়াল সিষ্টেমস ইনিশিয়েটিভ অব সাউথ এশিয়া( সিএসআইএসএ ), স্ট্রেংথেনিং পার্টনারশিপস রেজাল্টস অ্যান্ড ইনোভেশন ইন নিউট্রিশন গেøাবালি (স্প্রিং), মৎস্য খামার প্রকল্প, নব-জীবন কমিউনিটি এবং সবজি খামার পরিদর্শন করেন। এছাড়া রাষ্ট্রদূত ড্যান মজিনা স্থানীয় সরকারি কর্মকর্তা, পুলিশ, ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!