শ্যামলবাংলা স্পোর্টস : শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত হয়ে এমনিতেই হতাশায় নিমজ্জিত বাংলাদেশ। এই হতাশাজনক সময়ে বাংলাদেশ কাপ্তান মুশফিকুর রহিম জানিয়েছেন, এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার আগে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় তিনি ‘আনহ্যাপি’। রবিবার হোটেল সোনারগাঁওয়ে এশিয়া কাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশিয়া কাপের দল ঘোষণা করার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেয়া যেত। এই বিষয়টি নিয়ে আমি আনহ্যাপি। আমি বিস্মিতও। আমি জানতাম না দলে কে আসছে বা কে বাদ পড়ছে। সেইসাথে এও বলেছেন যে, দলের অধিনায়কের পরামর্শ যে শুনতেই হবে, এমন নয়। তবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তার সঙ্গে কথা না বলায় ভীষণ দুঃখ পেয়েছেন তিনি।
বাংলাদেশ দল এখন সঙ্কটকাল অতিক্রম করছে জানিয়ে মুশফিক আরও বলেন, দল খারাপ সময় পার করলে বোঝা যায় কাছের মানুষগুলো কেমন। তবে দুঃসময়ে সবার সহায়তা পেলে ঘুরে দাঁড়ানোর কাজটা সহজ হয়ে যায়।
দুই বছর আগে বাংলাদেশেই অনুষ্ঠিত এশিয়া কাপের পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে, ফাইনালে জিততে-জিততেও পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে গিয়েছিল মুশফিকের দল। তবে এবার মুশফিকের প্রাথমিক লক্ষ্য টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া আফগানিস্তানকে হারানো।