নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে শ্রীমতি সুবর্ণা (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সুবর্ণা উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড়মাগুরা(হিন্দুপাড়া) গ্রামের শ্রী ভবানী চন্দ্র বর্মনের মেয়ে। পুলিশ জানায় সুবর্ণা গত মঙ্গলবার সকালে বাড়ীর সকলের অজান্তে শয়ন কক্ষের ভিতরে তীরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভিভাবকের উপর অভিমান করে সে ওই ঘটনা ঘটায়। এ ব্যাপারে থানায় ১টি ইউ,ডি মামলা হয়েছে।
নবাবগঞ্জে ৪০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ মনিরুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ছোট হাতিশাল গ্রামের আনিছুর রহমানের ছেলে। পুলিশ জানায় গত রবিবার ভোরে মনিরুজ্জামানের বাড়ীতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের ভিতর থেকে উপরোক্ত পরিমান ফেনসিডিল উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এ এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় ১টি মামলা দায়ের করেছে।