নজরুল ইসলাম, সাতক্ষীরা : টেন্ডার বক্স ছিনতাইয়ের চেষ্টাকালে তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্নাফ হোসেন শিম্পুসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃত শিম্পু জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমানের ভাতিজা এবং অপরজন ছাত্রলীগের কর্মী ফজলুর রহমান। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিকুর রহমান জানান, হাট-বাজার ইজারা দেয়া সংক্রান্ত টেন্ডার ড্রপিংয়ের জন্য একটি টেন্ডার বক্স মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার অফিস থেকে তার পাটকেলঘাটাস্থ অফিসে পাঠানো হয়। বেলা এগারটার দিকে শিম্পুর নেতৃত্বে কয়েকজন যুবক টেন্ডার বক্সটিকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় অফিসের লোকজন দিয়ে তাদেরকে আটকে পুলিশে সোপর্দ করা হয়। পাটকেলঘাটা থানার ওসি মামুন অর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় উত্তেজক ওষুধ উদ্ধার : জরিমানা আদায়
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলামের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের নির্মল ঘোষের ঘোষ ডেয়ারী থেকে পচা মিষ্টি ও সবুজ বাগ হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর খাবারসহ ৮ বোতল উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। এসময় তাদেরকে কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
তালায় দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
সাতক্ষীরার তালায় দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী নারায়ন চন্দ্র চক্রবর্ত্তী (৩০) কে আটক করেছে পুলিশ। সে তালা উপজেলার ধুলন্ডা গ্রামের কালিপদ চক্রবর্ত্তীর পুত্র। গতকাল মঙ্গলবার ভোরে তালা থানার এএসআই সেলিম আহমেদ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত নারায়ন বাগেরহাট জেলার কচুয়া থানার একটি নারী নির্যাতন মামলার দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তালা থানার ওসি মোঃ মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।