তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে অবস্থিত একমাত্র কোল্ডষ্টোরের বার্ষিক উদ্বোধনের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে এউপলক্ষে এলাকার আলু চাষিদের নিয়ে কোল্ডষ্টোর চত্বরে বার্ষিক উদ্বোধন শেষে এক দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়। এএম কোল্ডষ্টোরেজ লিমিটেডের ম্যানেজার জালাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন জিওল দাখিল মাদ্রাসার সহ-সুপার জালাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন আমান গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) আজিজুল হক, একাউন্টেন শহিদুল ইসলাম, ক্যাশিয়ার তহরুল ইসলাম ও বিশিষ্ট আলু চাষি আলম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আলু চাষিরা তাদের আলু সংরক্ষণ নিয়ে কোল্ডষ্টোর কর্তৃপক্ষের নিকট বিভিন্ন দাবিসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন।