ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচনী প্রচারণা সভাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থক কমীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার রাতে ওই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৯ টায় রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সইদুল হকের এক নির্বাচনী সভা চলছিল। ওই সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থক কর্মীরা সভায় ইট পাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ইন্দ্রনাথ রায় সহ ১০-১৫ জন আহত হন। পরে ঘটনা স্থলে পুলিশ বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনা সইদুল হক রাণীশংকৈল থানায় অভিযোগ করেন। অভিযোগ প্রসঙ্গে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের ওই ঘটনার জন্য দু:খ প্রকাশ করে বলেন সেখানে বিএনপির নির্বাচনী অফিস ছিলো। তারাই এই ঘটনা ঘটাতে পারে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মোনায়েম জানান,আওয়ামীলীগ সমর্থিত ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সইদুল হকের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।