মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদরে মঙ্গলবার ভোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী নন্দনাল পাল(৪০)কে আটক করেছে পুলিশ। আটকৃত নন্দনাল জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার হাইস্কুল সড়কের মৃত রাম নারায়ন পালের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জুড়ী ভবানীগঞ্জ বাজারের হাইস্কুল সড়কে মাদক ব্যবসায়ী নন্দনাল পালের দোকানে মাদক বিক্রিকালে প্রায় ২৫০ গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক নন্দনালের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ও তাকে আদালতে প্রেরণ করা হয় ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নন্দনালের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ও তাকে আদালতে প্রেরণ করা হয় ।