ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার গভীর রাতে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মজমিল আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীর রাতে ১৫-২০জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল যুক্তরাজ্য প্রবাসী মজমিল আলী, মদরিছ আলী ও রিজ্জাদ আলীর বাড়িতে হানাদেয়। ডাকাতরা বসতঘরের কেসি গেট ভেঙ্গে অস্ত্রের মুখে পরিবারের লোকজনদের জিম্মি করে নগদ আড়াই লক্ষ টাকা, প্রায় ১৪ভরি ওজনের স্বর্ণালংকারসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)