ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ২৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ১২:১৫ অপরাহ্ণ
ছাতকে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ২৫ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মাছুখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র সাবেক মেম্বার ফজর আলী ও একই গ্রামের আব্দুল খালিক পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত উপজেলা নির্বাচনেও তারা পৃথক প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারনা চালায়। রোববার সকালে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে আরশ আলীর পুত্র রাকিব ও খুশিদ আলীর পুত্র ছোরাবের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ব্যক্তি আহত হয়। গুরুতর আহত সুনুর আলী (৬০), তেরাব আলী (৩৫) ও মুশাহিদ আলী (৩৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজা মিয়া (৩৫), আব্দুর রশিদ (১৭), জসিম উদ্দিন (১৯), খুরশিদ আলী (৫৫), আকরম আলী (৪০), আসলম আলী (৬০), আশিক মিয়া (২৩), আব্দুল জলিল (৫২), আব্দুল আউয়াল (৫০), আব্দুল খালিক (৬৭), আরশ আলী (৬০), রাকিব আলী (১৮)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফজর আলী জানান, উপজেলা নির্বাচনে প্রতিপক্ষের পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষ না নিয়ে ঘোড়া প্রতিককে সমর্থন দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। নির্বাচনের পর থেকে প্রতিপক্ষরা বিভিন্নভাবে তাদের উস্কানি দিয়ে যাচ্ছে। সোমবার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের উপর হামলা করা হয়। প্রতিপক্ষের আব্দুল খালিক জানান, রোববার ক্ষেতে পানি নেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটলে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!