অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) :
বরিশালের গৌরনদী উপজেলায় এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দরপত্র বিক্রিতে অনিয়মের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর অভিযোগ করেছেন ঠিকাদাররা।
উপজেলা এলজিইডি অফিসসূত্রে জানা গেছে, এডিপি ও জাইকাসহ কয়েকটি দাতা সংস্থার ৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার টাকার অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ১৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য গত ৩০ জানুয়ারি উপজেলা এলজিইডি প্রকৌশলী ৫ গ্রæপে কাজের দরপত্র আহŸাণ করেন। ওই দরপত্রে ২৩ ফেব্রæয়ারি বিক্রির শেষদিন ও ২৪ ফেব্রæয়ারি দরপত্র দাখিলের দিন ধার্য হয়। ঠিকাদার ছাত্রলীগের নেতা রাসেল মিয়া ও শাহাদাত হোসেন অভিযোগ করেন, টেন্ডার আহŸাণের পর উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস এলাকার এক প্রভাবশালী ঠিকাদারের সাথে আঁতাত করে দরপত্র ফরম বিক্রি করতে তালবাহানা করে আসছিলেন। পরে ঠিকাদারের চাপের মুখে রোববার ¬২৩ ফেব্রæয়ারি দুপুরে নামেমাত্র কয়েকটি দরপত্র ফরম বিক্রি করেন প্রকৌশলী। সময়মত দরপত্র ফরম না পওয়ায় অনেক ঠিকাদার ফরম সংগ্রহ করতে না পরায় ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলীর জন্য সরকার বিপুল পরিমাণ টাকা রাজস্ব হারিয়েছে বলে তারা অভিযোগ করেন। ঠিকাদারদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ৫ গ্রæপের টেন্ডারে ৫৯টি দরপত্র ফরম বিক্রি হয়েছে।
গৌরনদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ বাক প্রতিবন্ধীসহ আহত ৫
বরিশালের গৌরনদী উপজেলার কালনা গ্রামে গতকাল সোমবার বিকেলে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক বাক প্রতিবন্ধীসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত ৩জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও পুলিশসুত্রে জানা গেছে, বিকেলে চর দিয়াশুর গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের বাড়ির পাশে বালু উত্তোলন করে প্রতিবেশী মোশারফ হোসেন খান। এসময় বালু উত্তোলনে বাঁধা দেয় মনোয়ারা বেগম। এনিয়ে মোশারফের সাথে মনোয়ারা বেগমের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মোশারফের ছেলে রুবেল খান মনোয়ারার ছেলে সবুজ হাওলাদার (২০) কে মারধর করে। এর জের ধরে সবুজের লোকজন পাল্টা হামলা চালায়। এসময় সংঘর্ষে মনোয়ারার বাকপ্রতিবন্ধী ছেলে সজল হাওলাদার (১৪), সবুজ হাওলাদার (২০), মোশারফের ছেলে জাফর খান (২০), মোশারফের ছেলে রুবেল খান (২২) সহ উভয়পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় ৩জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, এঘটনায় কোন পক্ষই অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।