অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : মাদকদ্রব্যের অপব্যবহার, পাচার ও কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের উদ্যোগে মঙ্গলবার সকালে টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ছাত্রছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া ও মো. জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের পরিদর্শক মো. রায়হান আহম্মেদ, প্রথম আলো বন্ধুসভার গৌরনদী সভাপতি বেলাল হোসেন, স্কুলের সহকারী শিক্ষক আ. ওহাব, আ. মালেক, ছাত্র আবির হোসেন, সুস্মিতা প্রমুখ।
মিলাদে দাওয়াত দিতে বিলম্ব হওয়ায় গৌরনদীতে শিক্ষক লাঞ্চিত
স্কুলের বার্ষিক মিলাদে দাওয়াত বিলম্ব হওয়ায় স্কুল ম্যানেজিং কমিটির সদস্যের হাতে লাঞ্চিত হয়েছেন এক সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে গৌরনদীর টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে।
ভূক্তভোগী সহকারী শিক্ষক মৌলভী আ. মালেক জানান, স্কুলের বার্ষিক মিলাদ অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. মোশারফ হোসেনকে দাওয়াত পৌঁছাতে বিলম্ব হয়। তিনি অভিযোগ করেন, গতকাল স্কুলে আসার পথে টরকী বন্দরের গাউছিয়া লাইব্রেরীর সামনে পৌঁছুলে কমিটির সদস্য মোশারফ হোসেন তাকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ দেন। ওই সময় স্কুলের অপর এক সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী এ ঘটনা দেখলেও কেউই প্রতিবাদ করেনি। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. মফিজুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।