ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার বড় কাঠালিয়ায় সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার বিকেলে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন মো. আব্দুল খালেক ফরাজী।
প্রধান অতিথি হিসেবে সরিষা কেটে মাঠ দিবসের উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. সাইদুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. নুরুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা এ কে এম কবির। সভায় বক্তব্য রাখেন মোঃ আশ্রাফুল ইসলাম,মোসাঃ রাশিদা বেগম,গৌরী অধিকারী ও মো. মাহতাব উদ্দিন প্রমূখ।