আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় প্রাইভেটকারসহ বিভিন্ন অভিযোগে ৫ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এর মধ্যে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সীমান্ত থেকে বিজিবি এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার গভীর রাতে ও ভোরে পৃথক এলাকা থেকে তারা আটক হয়। থানা সূত্র জানায়, উপজেলার চান্দুড়িয়া বিওপির হাবিলদার বিকাশ চন্দ্র রায় সীমান্তবর্তী মেইন পিলার ১৭/৭এস এর নিকট থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাগেরহাট জেলার ফকিরহাট থানার বেতাগা গ্রামের মৃত ল²ীকান্তি দাসের পুত্র সৌরজ কান্তি দাস (৩৫) কে আটক করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এঘটনায় থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-১৭,তাং-২৫/২/১৪ইং) হয়েছে। এদিকে, একটি মামলার (নং-৪,(৭/১৩) আসামী সোনাবাড়িয়া গ্রামের মৃত আ.খালেক গাইনের পুত্র জাহাঙ্গীর গাইন (৩৬) কে তার বাড়ি থেকে পুলিশ আটক করে। অপরদিকে, পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের একটি রাস্তায় মাতলামী করার সময় সাদা রং-এর একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৬১১৮)সহ বেনাপোলের সাদিপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র জলিল (২৯), জবেদ আলীর পুত্র শহীদুল (৩১) ও মৃত মিজান মন্ডলের পুত্র আমজাদ (৩০) কে পুলিশ আটক করে।
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে কারাদন্ড, ৪দোকানে জরিমানা
কলারোয়ায় কয়েকটি দোকানে জরিমানা ও এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। মঙ্গলবার সকালে ও সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জানা গেছে, মঙ্গলবার সকালে থানার এসআই হারাধণ কলারোয়া মাছ বাজার এলাকা থেকে ১৮০টাকা মূল্যের ৯পুড়িয়া গাঁজাসহ ঝিকরা গ্রামের আ.সাত্তার মোড়লের পুত্র ইমন হোসেন (২৩) কে আটক করে। পরে তাকে ইউএনও অফিসে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের নিকট হাজির করলে বিজ্ঞ বিচারক অভিযুক্তকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন। এদিকে, সোমবার দুপুরে উপজেলার সরসকাটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সেখানে বিভিন্ন অভিযোগ ও কারণে প্রশান্ত সাহার মিষ্টির দোকানে ৪’শ টাকা, বিশ্বজিৎ বিশ্বাসের ঋত্মিক মিষ্টান্ন ভান্ডারে ২’শ টাকা ও দিশা ফার্মেসীকে ৫হাজার জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি.মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, এএসআই আসাদুজ্জামান, বেঞ্চ সহকারী এমএ মান্নান প্রমুখ।