মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার থেকে বন বিভাগের কর্মকতারা। একটি এক নালা বন্দুক উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদমপুর বন বিট এলাকা থেকে এ বন্দুক উদ্ধার করা হয়।
বন বিভাগের কর্মকতা রুভেন কুমার জানান, আদমপুর বন বিট এলাকায় কয়েক জন হরিন শিকার করতে এসেছ খবর পেয়ে বন বিভাগ অভিযান চালালে তারা বন্দুক ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায় নি। পরে বন বিভাগ বন্দুকটি উদ্ধার করে কমলগঞ্জ থানায় জমা দিয়েছেন। কমলগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকতা(ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বন বিভাগের কর্মকতারা বন্দুক থানায় জমা দিয়েছেন।