হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে আদর্শ মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী রুবিনা আক্তারের (১৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই ছাত্রী বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া সেবক হাসপাতাল সংলগ্ন একটি বহু তলীয় বিডিংয়ের ছাদে তিন বান্ধবী রুবিনা আক্তার,শাহিনুর আক্তার ও পাপিয়া আক্তার আড্ডা দেওয়ার সময় হঠাৎ ছাদের উপর দিয়ে টানা ১১কেভির বিদ্যুৎ লাইনে প্রথমে রুবিনা বিদ্যুৎস্পৃষ্ট হয়।তাকে বাচাঁতে অপর দুই বান্ধবী এগিয়ে আসলে তারাও তড়িতাহত হয়। আহতদের প্রথমে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রুবিনাকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। প্রয়াত ছাত্রী রুবিনা ধলাপাতা গ্রামের কেরামত আলীর মেয়ে। এ ঘটনায় হোসেনপুর মহিলা কলেজ ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে
শোক :মমতাজ উদ্দিন মঞ্জিল
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ওয়াহিদ উদ্দিন আঙ্গুরের বড় ভাই বিশিষ্ট ওষধ ব্যবসায়ী মমতাজ উদ্দিন মঞ্জিল (৬৫)গত রোববার (২৩ফেব্রয়ারী) বিকেলে ক্যানসারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে…….. রাজেউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকালে হোসেনপুর সাবরেজিষ্ট্রার অফিস মাঠে জানাযা শেষে তাকে পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃতে্যুতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা ডঃ ওসমান ফারুক,জেলা বিএনপির সভাপতি এডঃ ফজলুর রহমান,সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।