শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বিএনপি দলীয় বিদ্রোহী উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লাইলী কাঞ্চনকে দল থেকে সাময়ীক বহিস্কার করা হয়েছে। লাইলী উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা।
দলীয় শৃংখলা ভঙ্গকরে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার অভিযোগে গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির কার্য্যনির্বাহী সভার সিদ্ধান্তে তাঁকে বহিস্কার করা হয়েছে বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ভাইস-চেয়ারম্যান প্রার্থী লাইলী কাঞ্চন কোন মন্তব্য করেননি।