রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলা কাঞ্চনপুর ইউপির পূর্ব শেখপুরা গ্রামে থেকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ থানার এসআই আরফিন ও এ এস আই শরীফুলের নেতৃত্বে পুলিশ উপজেলার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনকে ১টি ওয়ান সুটার মেশিন গান, ১টি পিস্তল ১টি নাইন সুটার ও ৫টি কার্তুজসহ গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত শাহাদাত হোসেন উপজেলা কাঞ্চনপুর ইউপি পূর্ব শেখপুরা গ্রামে মৃত মজিবুল হকের ছেলে। সে দীর্ঘদিন ধরে অজ্ঞাত সন্ত্রাসীদের দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব শেখপুরা বাজারের পূর্ব পাশে বদিউজ্জামানের বাস ভবনের ২য় তলায় শাহাদাত হোসেন তার সঙ্গীদের নিয়ে গোপন বৈঠক করছিল। এ সংবাদ পেয়ে থানার এসআই আরফিন ও এ এস আই শরীফুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বদিউজ্জামানের বাস ভবনটি ঘেরাও করে শাহাদাত হোসেনকে গ্রেফতার ও তার কাছ থেকে ১টি ওয়ান সুটার মেশিন গান, ১টি পিস্তল ও ১টি নাইন সুটার ও ৫টি কার্তুজ উদ্ধার করে।