শ্যামলবাংলা ডেস্ক : রাজশাহীতে ১৮ দলের কর্মসূচি থেকে টহল গাড়িতে বোমা ছুড়ে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকারকে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপির ৩৬ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২৪ ফেব্র“য়ারী সোমবার রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেরিনা খানম ওই নির্দেশ দেন। ৩৬ নেতার মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও রয়েছেন।
উলেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর ১৮ দলের নেতাকর্মীদের একটি দল অস্ত্র ও বিস্ফোরকসহ হামলা চালায় লোকনাথ স্কুলের মোড়ে পুলিশের একটি টহল ভ্যানে। তারা ভ্যানের ভেতরে বোমা নিক্ষেপ করলে তা পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকারের বুলেটপ্র“ফ জ্যাকেটে বিস্ফোরিত হয়। সিদ্ধার্থ পরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও ৮ পুলিশ সদস্য আহত হন। ওইদিন রাতেই বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ১৮ দলের ৩৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।