ইয়ানুর রহমান, যশোর : পারিবারিক কলহের জের ধরে শার্শার পলীতে এক সন্তানের জননী শান্তা আত্মহত্যা করেছে। এ ঘটনায় সন্দেহজনক ভাবে স্বামী হাসানুজ্জামানকে পুলিশ আটক করেছে।
শার্শা থানা সূত্রে জানা যায়, শার্শার সুড়ো গ্রামের হাসানুজ্জামানের দামপত্ত জীবনে কিছুদিন যাবত স্ত্রী শান্তার সাথে কলহ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। কিছু ক্ষন পরে ঘরের মধ্যে আড়ার সাথে এক সন্তানের জননী শান্তা গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাদের দামপত্ত জীবনে রাসেল নামে ৩ বছরের এক ছেলে রয়েছে।
এই আত্মহত্যার ঘটনায় শান্তার স্বজনরা হাসানুজ্জামানের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট চালাই। এসময় তার স্বজনরা ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও ভাংচুর করে।