পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাচন উপলখ্যে উপজেলা আ’লীগের এক বর্ধিত সভা রোববার সকালে শহীদ এমএ গফুর মিলনায়তনে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগ নেতা গাজী রফিকুল ইসলাম, আ’লীগ নেতা এসএম সুজাউদ্দিন, রতন ভদ্র, আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ রেজাউল করিম, কওছার আলী জোয়াদ্দার, যুবলীগ নেতা এসএম শামসুর রহমান, কৃষকলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৃপ্তিরঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, এসএম আমিনুর রহমান লিটু, মৃনাল কান্তি বাছাড়, শফিকুল ইসলামসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।