নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারী সংস্থা আশ্রয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও টাকা চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় ওই সংস্থারই পরেশ মন্ডল নামে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে তার কর্মএলাকা ভাদুরিয় থেকে গ্রেফতার করা হয়। পরেশ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সিরিশ চন্দ্র মন্ডলের ছেলে। উল্লেখ্য গত ২৫ জানুয়ারী রাতে উপজেলার ভাদুরিয়াতে অবস্থিত বেসরকারী সংস্থা আশ্রয়ের কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ করে কাগজ পত্র পুড়ে ফেলে এবং প্রায় ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সংস্থার ওই শাখার ব্যবস্থাপক রুজি আক্তার বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারী থানায় একটি মামলা দায়ের করলে মামলার তদন্তকারী অফিসার এস আই এস এম জাহাঙ্গির আলম পরেশকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
নবাবগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে প্রায় ১ কোটি টাকায় ৩৪ টি প্রকল্পের কাজ গৃহিত
নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: চলতি অর্থ বছরে দিনাজপুরের নবাবগঞ্জে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর(এডিপি) আওতায় ৯৭ লাখ ৮২ হাজার ৫৯৭ টাকায় ৩৪ টি প্রকল্পে কাজ গৃহিত হয়েছে। স্থানীয় সরকার অধিদপ্তর উপজেলা প্রকৌশলীর দপ্তরের তত্বাবধানে ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলির কাজ করা হবে। প্রকল্পের মধ্যে কৃষি ও সেচ খাতে ২৪ লাখ ৭০ হাজার ৭৭৬ টাকায় ১১ টি প্রকল্প, পরিবহন ও যোগাযোগ খাতে ৬০ লাখ ৬৪ হাজার ৮৮০ টাকায় ১৫ টি প্রকল্প, গৃহ নির্মাণ খাতে ১ লাখ ৩০ হাজার টাকায় ১ টি প্রকল্প, আর্থসামাজিক ও উন্নয়ন খাতে ৯ লাখ ২২ হাজার ৩৫৪ টাকায় ৫ টি প্রকল্প ও স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে ১৯ লাখ ৪ হাজার ৫৮৭ টাকায় ২ টি প্রকল্প রয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে