ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় ১১ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। রবিবার বড়খাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নরসিংপুর-বালিউরা সড়কের নেতরছই এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণিত পরীক্ষা শেষে সোনালি চেলা উচ্চ বিদ্যালয়ের ১১ছাত্রী অটোটেম্পু যোগে বাড়ি ফেরার পথে সড়কের নেতরছই মোড়ে পৌছলে বিপরীতগামী একটি ট্রলি (কুত্তা গাড়ী) অটোটেম্পুকে ধাক্কা দিলে যাত্রীসহ অটোটেম্পু উল্টে খাদে পড়ে চালকসহ এসএসসি পরীক্ষার্থী ১১ ছাত্রী আহত হয়। আহত মাছুখাল গ্রামের আব্দুল মতিনের মেয়ে সাজনা বেগম (১৬), আব্দুল মজিদের মেয়ে সুজিনা বেগম (১৭), বনগাঁও গ্রামের আবুল মিয়ার মেয়ে মারুফা বেগম (১৬), রহিমেরপাড়া গ্রামের জিলু মিয়ার মেয়ে নাসিমা বেগম (১৭), আমজদ আলীর মেয়ে শাহানারা বেগম (১৬), আব্দুল হান্নানের মেয়ে সুজিয়া বেগম (১৭), রহমতপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে মনোয়ারা বেগম (১৬), আব্দুল হামিদের মেয়ে রুমি বেগম (১৬), নাসিমপুর গ্রামের আলকাছ আলীর মেয়ে কলছুমা বেগম (১৭), মন্তাজনগর গ্রামের চমক আলীর মেয়ে রেছনা বেগম (১৬) ও নছরনগর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ফারজানা বেগম (১৭) কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোটেম্পু চালক ঘিলাছড়া গ্রামের সুরুজ আলীর পুত্র আমির হোসেন (৩৪)কে দোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেলে দোয়ারা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না আহত ছাত্রীদের দেখতে ছাতক হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
ছাতকে মাদকাসক্ত ও মানসিক রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনার
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
ছাতকে দেশব্যাপী মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে স্বাস্থ্য-শিক্ষা প্রচারাভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং পরিপ্রেক্ষিত এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনার গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সভাপতিত্বে ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী, দৈনিক বর্তমান পত্রিকার সিলেট প্রতিনিধি আশরাফ চৌধুরী রাজু, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম। বক্তব্য রাখেন, সাংবাদিক বিজয় রায়, রেজাউল করিম রেজা, আতিকুর রহমান, উপজেলা মেডিকেল প্রমোশন কর্মকর্তা শ্যামল ভট্টাচার্য্য, স্বাস্থ্য কর্মকর্তা এমটি (ল্যাব) নুরজাহান, আজিজুল ইসলাম, রুবেল আহমদ, ফয়ছল আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, আব্দুল হামিদ, আব্দুল মতিন, সুমন চক্রবর্তী, মাহবুব আলম সেলিম, জাকির হোসেন, মাহমুদুর রহমান রনি প্রমুখ। সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক-ছাত্র, অভিভাবক, রক্তদাতা, বাস ও ট্রাক চালকসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ বলেন, মাদকাসক্তির ভয়াবহ ছুবলে যুব সমাজ মারাত্মক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধ করতে হলে ‘মাদককে না’ শ্লোগানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক মুক্ত যুব সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলতে হবে। সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মাওলানা আব্দুল গফ্ফার। সেমিনার শেষে ‘হাত বাড়ালাম আমরা আজ, গড়বো মাদক মুক্ত সমাজ’ এই শ্লোগান নিয়ে শহরে র্যালী অনুষ্ঠিত হয়।
ছাতকের জাউয়ায় দোকানঘর চুরি
ছাতকের জাউয়াবাজারে একটি গ্রোসারি দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে জাউয়াবাজারের বড়গলির হাজী শানুর আলীর ভেরাইটিজ ষ্টোরে এ চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের সাটার ভেঙ্গে মুল্যমান কসমেটিম সামগ্রী, দুধ ও শিশু খাবার, ভোজ্য তেল, সিগারেট, বিভিন্ন ব্রান্ডের টর্চ লাইট ও ব্যাটারিসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। গতকাল রোববার সকালে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান মালিক আসাদুজ্জামান পেট্রোল পুলিশের গাফিলাতিকে দায়ী করেছেন।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)