দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুর উপজেলায় বিএনপি’র পক্ষ থেকে দুইজন উপজেলা বিএনপি’র সভাপতি হিসাবে দাবী করেছেন।
২১ ফেব্রুয়ারী বিএনপি সহ-সভাপতি অধ্যক্ষ শহীদ খান নিজেকে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দাবী করে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেণ যা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর বক্তব্যের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারী ইমাম হাসান আবুচাঁন প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করেণ অধ্যক্ষ শহীদ খান পূর্বধলা সংসদ সদস্য ও কলেজের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলালের পক্ষে আওয়ামীলীগের বিভিন্ন জন সবায় বিএনপি;ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরোদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর পুত্র তারেক রহমান সহ দলের বিরোদ্ধে কটুক্তিমূলক বক্তব্য প্রদান করেন।এ অবস্থায় দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য ও আদেশ অনুসারে আমি ইমাম হাসান আবুচান অধ্যাবদি দুর্গাপুর উপজেলা বিএনপি সভাপতি হিসাবে বহাল আছি। অধ্যক্ষ শহীদ খানের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানান তিনি। সংবাদ সম্মেলনে আবুচানের অনুমতিক্রমে লিখিত বক্তব্য পাঠ করেণ বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী।
উল্লেখ যে, আলহাজ্ব ইমাম হাসান আবুচান দলীয় বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করায় গত ৫ ফেব্রæয়ারী বিএনপি/বহিস্কার/৭৭/০১/১৪ নং স্মারকে বিএনপি যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিস্কারের চিঠি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লে থাকলেও এখন পর্যন্ত তা কার্যকর নাই বলে দাবী করেন ইমাম হাসান আবুচান। এ সময় জেলা বিএনপি সদস্য সুরঞ্জন পন্তিত,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুলা আল-মামুন মুকুল,পৌর বিএনপি সাধারন সম্পাদক ফজলুর রহমান রনু,পৌরযুবল আহবায় হারেজ গণি সহ অনেকেই উপস্থিত ছিলেন।