এস.এম রফিক, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস ময়নসিংহ অঞ্চল ইআইপিএলআর এমজেএফ প্রকল্পের আয়োজনে ধোবাউড়া,কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার গারো আদিবাসী সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবি, মানবাধিকার কর্মী ও মিডিয়া ব্যাক্তিত্বদের উপস্থিতিতে প্রথাগত গারো আইনের আংশিক সংশোধন এর প্রস্তাব এবং রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যেগ গ্রহন শীর্ষক সেমিনার গতকাল সোববার নৃ-তাত্তি¡ক আদিবাসী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রকল্প সমন্নয়কারী শশাঙ্ক রিছিল এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,হাজং মাতা রাশিমনি কল্যান পরিষদের সভাপতি মতিলাল হাজং,টিডব্লিউ-এ দুর্গাপুর উপজেলা সভাপতি বঙ্কিম মানকিন,মধুপুর আদিবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মুকুল দারু,এডভোকেট প্রবীর কুমার মজুমদার,মাঠকর্মকর্তা নিউটন মানকিন। মুক্ত আলোচনায় অংশনেন বিজন মৃ,খগেন্দ্র হাজং,অশোক চিসিম,বারেন্দ্র দ্রং সহ অনেকেই।সেমিনারে মুল প্রবন্ধকার উপস্থাপন করেন আদিবাসী লেখক ও গবেষক সুভাষ জেংচাম। সেমিনারে প্রবন্ধকের মতে ১. নকèা (উত্তরাধীকারী কন্যা) নক্রম(উত্তরাধীকারী জামাতা)প্রতা বাতিল ২.পরিবারের স্থাবর সম্পত্তি ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সমহারে পাবে ৩.বৃদ্ধ অক্ষম পিতা-মাতাকে যে কন্যা অথবা পুত্র শেষাবধি ভরণ পোষন বা দেখা শুনা করবে এবং তাঁদের অন্তোষ্ঠিক্রিয়াদি সম্পন্ন করবে তিনি বশতবাটি ও তদস্থিত অস্থাবর সম্পত্তির পরবর্তী অধিকারী হবেন এ রকম ৮টি প্রস্তাবনা উঠে আসে। সেনিারে মুক্ত আলোচনায় প্রস্তাবের পক্ষে বিপক্ষে অনেক যুক্তিও উঠে আসে।
দুর্গাপুরে ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সারাদেশের ন্যায় ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৪ গতকাল সোমবার সম্পন্ন হয়।
দুর্গাপুর উপজেলায় ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী কর্মসুচী অনুযায়ী ক্ষুদে শিশুদের মাঝে সঠিক গণতন্ত্র চর্চার লক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩য় থেকে ৫ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের নিয়ে ভোট গ্রহন সহ একযোগে অনুষ্ঠিত হয়েছে ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৪। এতে শিশুদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করা হয়। শিশুদের মধ্য থেকেই প্রিজাইডিং অফিসার, সাংবাদিক, পুলিশ এর ভ’মিকায় ছিল। এ নির্বাচনে শিশুরাই প্রার্থী ও ভোটার ছিল। সুসঙ্গ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিল ১৭০জন এবং প্রাথী ছিল ১৩জন।