আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশাল থেকে গতকাল রোববার দুপুরে পুলিশের প্রিজন ভ্যান থেকে জেএমবির মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামীকে বোমা ফাটিয়ে ও গুলি করে সংগঠনের কর্মীরা ছিনিয়ে নেয়। এদের মধ্যে একজন টাঙ্গাইলের সখিপুর থেকে গ্রেফতার হয়। অপর দুজনকে ধরতে ময়মনসিংহ জেলার প্রতি থানায় জনগণের সহযোগিতা চেয়ে মাইকিং করা হচ্ছে। ধরিয়ে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। রোববার সন্ধায় গফরগাঁও থানা পুলিশের উদ্যেগে মাইকে বিশেষ বিজ্ঞতি আকারে এ সংবাদ প্রচার করা হচ্ছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুলাহ জানান, জেএমবির দুই সদস্য সালাউদ্দিন ওরফে সালেহীন (৩৮), তার বাড়ি নারায়নগঞ্জ বন্দর এলাকায়। সে জেএমবির শূরা সদস্য ও ঢাকা প্রকৌশল ও প্রযুিিক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। অপরজন বোমা মিজানের (৩৫) বাড়ি জামালপুর সদরের শেখেরভিটা এলাকায়।