জামালপুর প্রতিনিধি : জামালপুরে কবি-লেখকদের সংবর্ধনা ২৩ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা প্রশাসন ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর আয়োজন করে। গণগ্রন্থগারে অনুষ্ঠিত ৭দিন ব্যাপী একুশের বই মেলায় আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সহ-সভাপতি একরামুল হক নবীন এতে সভাপতিত্ব করেন। জেলা আ’লীগের সভাপতি কবি-সাংবাদিক এড.বাকিবিলাহ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংবর্ধনার আগে জামালপুরের কবি-লেখকদের সদ্য প্রকাশিত বই জেলা স্কুলের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তারের বহ্নি বায়ান্ন (গবেষণা), দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-মানবাধিকার কর্মী ও সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহ্ জামালের মা-মাটির কষ্ট (কবিতা), সৈকত সাহিত্য সংসদের সভাপতি এস.এম.জুলফিকার আলী লেবুর শেষ লেখা, শেষ চাওয়া এবং একুশের সুখ-দু:খ (উপন্যাস), মমিন আল ইসলামের ভূল (উপন্যাস), তানিয়া তারমিনের মেঘে ঢাকা ভালবাসা (উপন্যাস) ও লিটল ম্যাগাজিন বৃত্ত¡ায়নের মোড়ক উন্মোচন করা হয়।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সরকারি আশেক মাহমুদ বিশ্ব বিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসান বিন রফিক, এফবিসিসিআইয়ের পরিচালক ও দি জামালপুর অব চেম্বার এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি রেজাউল করিম রেজনু, কবি আলী জহির, সাযযাদ আনসারী ও জামালপুর ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ আহমেদ খান মানিক প্রমুখ। দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা এ এস এম আব্দুল হালিম, ইটিভির আরিফুল ইসলাম, জিটিভির আকবর আলী, ইন্ডিপেন্ডেন্ট টিভির দুলাল হোসাইন এবং দৈনিক সকালের খবরের জেলা সংবাদদাতা মোস্তাফিজুর রহমান কাজলসহ বিভিন্ন স্তরের লোকজন এসময় উপস্থিত ছিলেন।
সভায় জামালপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের ঘোষণা দেয়ায় সরকারের ভূয়সী প্রশংসা ও জামালপুরবাসির কৃতজ্ঞতার কথা পূণর্ব্যাক্ত করা হয়।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)