চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাভুক্ত কালীগঞ্জ সুগার মিলের সামনে একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি ৯ এমএম পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, রবিবার রাতে গোপন সংবাদে ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালানো হয়। অভিযানে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামি গড়াই পরিবহনে তল্লাশী চালিয়ে এ অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করা হয়।