ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৭:১০ অপরাহ্ণ
চিতলমারীতে যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষাকে উপেক্ষা করে বাগেরহাটের চিতলমারী ও ফকিরহাটের শেষ সীমানায় চলছে যাত্রার নামে অশ্লীল নৃত্য। পুতুল নাচের ভিতর চলছে ভ্যারাইটি শো। যাত্রার প্যান্ডেলকে ঘিরে সেখানে গড়ে উঠেছে জমজমাট জুয়ার আসর। জুয়ার নাম পাল্টিয়ে রাখা হয়েছে বউ খেলা। এ ঘটনায় এলাকার অভিভাবক মহলসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

Shamol Bangla Ads

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোদাড়া গেট এলাকায় ২৩ ফেব্র“য়ারী রাত থেকে শুরু হয়েছে যাত্রার নামে অশ্লীল নৃত্য। সেখানে নিউ মা অপেরার যাত্রা প্রদর্শনীর কথা থাকলেও সারা রাত চলে মেয়েদের নগ্ননৃত্য। আর নগ্ননৃত্যকে কেন্দ্র করে মঞ্চের পাশে বসে মদসহ বিভিন্ন নেশার আসর। নেশার ঘোরে ও টাকার বিনিময়ে তারা নৃত্যরত মেয়েদের সাথে চরম অশোভন আচরণ করছে।
প্রত্যদর্শীরা জানান, ওই মাঠেই যাত্রার আগে শুরু হয় মা-মনি পুতুল নাচ ও জাদু প্রদশর্নীর নামে একটি তাজা পুতুল নাচ। পুতুল নাচের নামে চলে মেয়েদের অশ্লীল নিত্য বা ভ্যরাইটি শো। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দিয়ে করান হয় বিভিন্ন কুরুচিপূর্ণ নৃত্য।
যাত্রা ও পুতুল নাচ প্যান্ডেলের সামনে গড়ে উঠেছে জমজমাট জুয়ার আসর। জুয়ার নাম পাল্টিয়ে রাখা হয়েছে বউ খেলা। আর এই জুয়ার আসরে ভিড় করছে উঠতি বয়সের স্কুল কলেজগামী তরুনেরা।
শিক্ষক ও অভিভাবক মহল চরম ক্ষোভের সুরে জানান, শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই এসএসসি পরীক্ষার মধ্যে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়েছে তারা অর্থলোভী কান্ডজ্ঞানহীন। প্রশাসনের উচিত এই যাত্রা মঞ্চ ভেঙ্গে দেয়া।
এ ব্যাপারে চিতলমারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, ইংরেজী ও গনিত বিষয়সহ মোট ৫টি বিষয়ের পরীক্ষা হয়েছে। এখনও বাকি ৬টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই।
চরবানিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ও সদ্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুকুল কৃষ্ণ মন্ডল জানান, যারা এই ন্যাক্কারজনক যাত্রা ও জুয়ার আসর বসিয়েছে তাদের এসএসসি পরীক্ষার কথা ভাবা উচিত ছিল। তিনি এই নগ্ননৃত্য জুয়া বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এ ব্যাপারে যাত্রার আয়োজক কমিটির প্রভাস জানান, যাত্রা প্রশাসনের অনুমতি নিয়েই চালান হচ্ছে। তিনি আরও বলেন, ‘প্রশাসন বলেছে অংক পরীক্ষার পর চালাতে তাই চালাচ্ছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, জেলা প্রশাসকের দপ্তর থেকে অনুমতি নিয়ে যাত্রা চলছে।
তবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, তিনি বিষয়টি খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!