চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের স,ম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের প্রাচীর ধ্বসে এক স্কুল ছাত্র মোঃ সাইফুল ইসলাম (১১) নিহত হয়েছে। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম চিতলমারী উপজেলার পরানপুর মোঃ এহিয়া শেখের ছেলে।
স.ম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, প্রতিদিনের ন্যায় সাইফুল রোববার স্কুলে আসে। স্কুলে বন্ধুদের সাথে খেলা করার সময় পরিত্যাক্ত ভবনের প্রাচীর ধ্বসে পড়ে। এ সময় সে ভবনের প্রাচীরের নিচে চাপা পড়ে। পরে তাকে স্কুলের ছাত্র ও শিক্ষকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় সাইফুল মৃত্যু বরণ করে। নিহত সাইফুল ওই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
এ ব্যাপারে চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি সম্পর্কে খোজ খবর নেয়া হচ্ছে।