কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের কাউন্সিলর নির্বাচন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কাউন্সিলর নির্বাচন ২০১৪ইং অনুষ্ঠিত হয়েছে। এতে শুধুমাত্র নিজ নিজ বিদ্যালয়ের জন্য পরিবেশ (বিদ্যালয়ের আঙ্গীনা), পুস্তক ও শিখন (বিতরণ), স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন পদে ৭ জন প্রার্থীকে কাউন্সিলর নির্বাচিত করা হয়। জাতীয় নির্বাচনের মত এখানেও শিক্ষার্থীদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্ট ছিল। অন্যদিকে নির্বাচনকে ঘিরে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে শিক্ষার্থীরা র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য সেজে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করে। এ সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, সহকারী শিক্ষা অফিসার মো. মনির হোসেন, মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমূখ। সকালে থেকে দুপুর পর্যন্ত একটানা ভোট প্রদানের পর বিকালে ফলাফল ঘোষনা করা হয়।
উল্লেখ্য, উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাউন্সিলর নির্বাচনের জন্য তফসীল ঘোষণা করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রার্থী ও ভোটার হিসেবে এতে অংশগ্রহণ করে।