কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় সংখ্যালঘু পল্লিতে হানা দিয়ে স্বর্ণালংকার, টাকা, মালামাল লুট, সংখ্যালঘুদের মারধর ও বাড়ীঘর ভাংচুরের খবর পাওয়া গেছে।
জানা যায়, ঘটনাটির সাথে জড়িত আছে স্থানীয় বিএনপি ও আ’লীগের ২০/২৫ জনের একটি দুর্বৃত্ত দল। নড়াগাতী থানা পুলিশের ব্যাপক তৎপরতায় আংশিক মালামাল দুর্বৃত্তরা ফেরত দিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন ও প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার কালিনগর গ্রামের স্থানীয় বিএনপি কর্মী আদম ও জাহিদুল এবং আওয়ামীনেতা ধুশোহাটি গ্রামের দীপুর নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত শনিবার গভীর রাতে লক্ষ¥ীপুর গ্রামের সংখ্যালঘু মাস্টার শুকলাল বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, মৃনাল বিশ্বাস ও মণমথ বিশ্বাসের বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে মারধর, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় দুর্বৃত্তদের আঘাতে মণমথ বিশ্বাস আহত হন। ক্ষতিগ্রস্থরা থানায় মামলা দায়েরতো দূরের কথা, দুর্বৃত্তদের ভয়ে কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছে না। স্থানীয় কলাবাড়ীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান কায়েস জানান, ওই এলাকার হিন্দুরা তাকে (ঘোড়া প্রতীকে) ভোট দেয়ার কারণে এ অত্যাচার হচ্ছে।
ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের অনেকে চিহ্নিত এই দুর্বৃত্তদের ভয়ে ভিটে মাটি ফেলে পার্শ¦বর্তী দেশে আশ্রয় নিয়েছে। এসকল দুর্বৃত্তরা উপজেলা নির্বাচনে বিজয়ী খাঁন শামীম রহমান ওসির (চিংড়িমাছ) সমর্থক বলে জানা গেছে। ২৩ ফেব্রæয়ারী রবিবার রাতে হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকারসহ কিছু মালামাল প্রভাবশালী এক নেতার হস্তক্ষেপে ফেরত দেয়া হয়েছে জানা যায়। ওই হিন্দু পল্লিতে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।