ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন : মহম্মদপুরে চেয়ারম্যান পদে কাফীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাবিব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ৬:২৩ অপরাহ্ণ

Magura pic 24.02মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আর এক বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। ২৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা সদরের শহীদ রওশন মার্কেট চত্ত¡রে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে হাবিবুর রহমান কাফীর হাত উঁচু করে তার পক্ষে নির্বাচনি কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।

Shamol Bangla Ads

এ সময় হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, স্থানীয় কতিপয় রাজনীতিবিদ হিংসাত্বক ও অগঠনতান্ত্রিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ছেন। তিনি বলেন, ফলে আগামী ২৭ ফেব্রæয়ারির নির্বাচন আমাদের সামনে একটা যুদ্ধ। ওই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। দলের বৃহৎ স্বার্থে আমি আমার সমর্থন কাফীকে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে হাবিব-কাফী ভাই ভাই হয়ে দোয়াত কলম প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। চেয়ারম্যান পদে অংশ গ্রহণকারি অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী এ সময় বক্তব্য দেন।
উলে­খ্য রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সদস্য আবু আব্দুল্লাহেল কাফীকে বহিস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নানকে মহম্মদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আগামি ২৭ ফেব্র“য়ারি মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!