শ্যামলবাংলা ডেস্ক : পুলিশ খুন করে ৩ জঙ্গী ছিনিয়ে নেয়ার প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই আটক জঙ্গিকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৪ ফেব্র“য়ারী সোমবার সদ্য কারামুক্ত দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন। এসময় তিনি বলেন, সরকারই ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে। সাজাপ্রাপ্ত আসামিদের আনা-নেয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা।
পালিয়ে যাওয়া এক জঙ্গিকে আটকের পর গুলিতে তার নিহত হওয়ার বিষয়টি ‘রহস্যজনক’ বলে উলেখ করে তিনি বলেন, এতে মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ওই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যেত। তা না করে ক্রসফায়ারে দিয়ে গোটা বিষয়টি ধামাচাপা দেয়া হয়েছে।
আসামি ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ওই জঙ্গিদের বিচার হয়েছে, সাজাও হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের আদালতে নিয়ে যাওয়ার সময়ে যে ধরনের নিরাপত্তা থাকার কথা তা ছিল না। রোববারের ঘটনা দেখেই তা বোঝা গেছে, এটা সরকারের চরম ব্যর্থতা। রাকিবকে ‘ক্রসফায়ারের’ দেওয়ার পেছনে কোনো রহস্য আছে কি না- জনগণ তা জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি।