আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর উত্তর টেপুরা গ্রামে শনিবার রাতে সৈয়দ আলী (৩৫) নামে এক যুবক গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে। মৃত্যু সৈয়দের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার খোন্তাকাটা গ্রামে। সে মৃত্যু এন্তে আলীর ছেলে। সৈয়দ আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনসেবা হোমিও হল নামে একটি ফার্মেসীর কর্মচারী ছিল। আমতলী থানার পুলিশ রবিবার সকালে টেপুরা গ্রামের আলমগীর মাতুব্বরের বাড়ির পুকুর পাড়ের একটি রেন্টি গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। থানায় ইউডি মামলা হয়েছে।
তালতলীতে ২ জন দাখিলী পরীক্ষার্থী বহিস্কার
তালতলী উপজেলার দাখিলী পরীক্ষা কেন্দ্র থেকে কড়ইবাড়িয়া দারুত সুন্নত দাখিলী মাদ্রাসার ছাত্রী মাকসুদা (রোল ২৩০৩৩৯) ও হনুফা (রোল ২৩০৩৪১) নামে ২ জন পরীক্ষার্থীকে ইংরেজী ১ম পত্রে নকল করার দায়ে বরগুনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন বহিস্কার করে।
মুঠোফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা
মুঠোফোন কিনে দেয়ার আবদার রক্ষা না করায় বরগুনার তালতলী উপজেলার ছকিনা গ্রামে আমিন খান নামে ১৩ বছরের এক কিশোর শনিবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
আত্মহননকারী আমিনের মাতা জামিলা খাতুনের বরাত দিয়ে তালতলী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, আমিন তার মায়ের কাছে একটি মুঠোফোন কিনে দেবার আবদার করেছিল। মা তার আবদার রক্ষা না করায় শনিবার গভীর রাতে সে ঘরে থাকা ফুরাডন (কীট নাশক) পান করে আত্মহত্যা করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
১০ লিটার মদসহ গ্রেফতার এক
বরগুনার তালতলী উপজেলা শহর থেকে রোববার দুপুরে ১০ লিটার চোলাই মদসহ আমতলী পৌরসভার বাসিন্দা আবদুল হাকিম বেপারী (৪৫) কে তালতলী থানা পুলিশ গ্রেফতার করেছে।
তালতলী থানার উপ-পরিদর্শক মাসুদ জানান, মদ নিয়ে আমতলী ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে তালতলী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।