আদমদীঘি বগুড়া) প্রতিনিধি : ২৭ ফেব্রুয়ারী পশ্চিম বগুড়ার মৎস্য ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে এখন গুরুত্বপূর্ন স্থান সহ প্রত্যন্ত এলাকা জুড়ে প্রার্থীদের মাইকিং ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে। সাজ সাজ রব পড়েছে নির্বাচনী আমেজে। যতই দিন ঘুনিয়ে আসছে ততই প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে চলছে টান টান উত্তেজনা। উপজেলা নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিন্দন্দিতা করছেন। এখন সবার মুখে একই কথা কে হচ্ছেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান বা অভিবাবক ?
উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন প্রতিন্দন্দিতা করছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) মার্কা ও ১৯ দল সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (মোটর সাইকেল) মার্কা ও ইসলামি আন্দোলনের মাওঃ আব্দুল গোফ্ফার (কাপ পিরিজ) মার্কা। রাজনৈতিক নেতাকর্মি , সমর্থক ও সাধারন ভোটারদের মতে এবার উপজেলা চেয়ারম্যান পদে আনারস ও মোটর সাইকেল মার্কার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন বর্তমান ভাইস চেয়ারম্যান ১৯ দল সমর্থিত জামায়াত নেতা ডাঃ ইউনুছ আলী (চশমা), আওয়ামীলীগের রেজাউল ইসলাম হিরা ( টিউবওয়েল) ও জাতীয় পাটীর ফেরদৌস হাসান সুমন (উড়োজাহাজ)। নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ মালা (প্রজাপতি) ও আওয়ামীলীগের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দৃর রাজ্জাকের স্ত্রী ফরিদা খতুন (কলস) মার্কা নিযে প্রতিন্দন্দিতা করছেন। বিভিন্ন হোটেল রেস্তোরা আর গুরুত্বপূর্ন স্থানে ভোটারদের মুখে মুখে একই কথা সকল দিক বিবেচনা করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এ উপজেলায় মোট ভোটর ১ লাখ ৪১ হাজার ৮৯০ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৬০০ ও নারী ভোটার ৭১ হাজার ২ শত ৯০ জন।