হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নম্বর সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন সাত দিনের এক সরকারী সফরে আগামী ২৮ ফেব্রুয়ারী ইন্দোনেশিয়া যাত্রা করছেন। সেখানে তিনি এলজিআরডি মন্ত্রনালয়ের অধীনে ২৮ ফেব্রুয়ারী থেকে ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কর্মশালায় যোগদান করবেন। ওই সফরে ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব (ইউপি) শামীমা নারগিস।উল্লেখ্য,বিগত সময়ে সিদলা ইউনিয়নের আইন-শৃংখলা,স্যানিটেশন,তথ্যসেবা সহ সকল উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কামরুজ্জামান কাঞ্চন পরপর দুইবার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ইতঃপূর্বে তিনি সরকারী সফরে শ্রীলংকা,মালদ্বীপ ও ফিলিপাইন সফর করেছেন।এ সফর সফল করতে তিনি দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।