স্টাফ রিপোর্টার : সীমানা নিয়ে জটিলতা এবং ভোটার তালিকায় ত্রুটি রয়েছে এমন অভিযোগ এনে হাইকোর্ট ডিভিশনের সীমানা নির্ধারনী স্পেশাল বেঞ্চে কুলুর চরের বাসিন্দা আলমগীর হোসেন গংদের দায়ের করা মামলায় স্থগিত হয়ে গেছে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। ২৩ ফেব্রুয়ারী রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে এলে তিনি নির্বাচন স্থগিতের কথা জানান।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী বলেন, ২০ ফেব্রুয়ারী জামালপুর-শেরপুর সীমানা এবং ভোটার তালিকা ত্র“টি নিয়ে স্থানীয় লোকজন নির্বাচন স্থগিত চেয়ে বিচারপতি মির্জা হুসেইন হায়দার এবং মুহাম্মদ খুরশেদ আলম সরকার গঠিত হাইকোর্ট ডিভিশনের বেঞ্চে একটি রিট পিটিশন দাখিল করলে ওই বেঞ্চ নির্বাচন স্থগিতের আদেশ দেন। আদেশের কপি পেয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলামের সাথে পরামর্শক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন,আগামী ৪ মার্চ পরবর্তী শুনানি শেষে নির্বাচন হবে কি হবে না তা পরিস্কার বোঝা যাবে।