টাঙ্গাইল প্রতিনিধি : সাপ্তাহিক যুগধারা ও গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্রুপ শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে উদ্যোগ গ্রহন করেছে। এর অংশ হিসেবে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। ২২ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা ফেমাস শিক্ষা পরিবার কেন্দ্রে দ্বিতীয় দফা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার, ফেমাস শিক্ষা পরিবারের চেয়ারম্যান, মো. রফিকুল ইসলাম, প্রাইম নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক আমার সংবাদ টাঙ্গাইল প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, দৈনিক মানবজমিন ও যুগের কথা কালিহাতী প্রতিনিধি শাহিন আলম, দৈনিক সরেজমিন বার্তার কালিহাতী প্রতিনিধি মৃদুল চৌধুরী, দেশবার্তার ষ্টাফ রিপোর্টার ওয়ারেছুল ইসলাম, যুগধারার ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, ফরহাদ প্রি-ক্যাডেট স্কুলের উপ-পরিচালক রাকিবুল হাসান, ফরহাদ প্রি-ক্যাডেট স্কুলের পরিক্ষা নিয়ন্ত্রক বুলবুল আহম্মেদ, ফরহাদ ক্যাডেটের একাডেমিক শাখা পরিচালক শহিদুল ইসলাম ফেমাস শিক্ষা পরিবারের সহকারী শিক্ষক কোরবান আলী কেন্দ্র পরিদর্শনকালে তারা বলেন, আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে, তাদের স্বপ্ন জাগাতে হবে। আর যুগধারা ও গ্রোবাল স্ট্যান্ডার্ড গ্রুপ নতুন প্রজন্মের মনে স্বপ্ন বুনে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে তারা আরোও বড় ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় অনেকের লেখা-লেখির হাতে খড়ি হয়েছে। এটাই তাদের সাফল্য। জাতির অনেক বড় সেবা। যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সরকার তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ও তথ্য অনুসন্ধানী করে গড়ে তুলার লক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সুধীজনের সুপারিশ বা পরামর্শ গ্রহন করা হবে। গ্লোবাল স্টান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আলিম মুঠোফোনে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অনেক প্রতিভাবান ছাত্র-ছাত্রী অর্থাভাবে চিকিৎসক, প্রকোশলী হওয়ার স্বপ্ন পূরনে ব্যর্থ হয়। গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্রুপ দরিদ্র মেধাবিদের স্বপ্ন পূরণে উদ্যোগ নিবে।