ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চিত্রায়িত হচ্ছে ডিজিটাল ছবি ‘দেশা দ্যা লিডার’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৯:৪২ অপরাহ্ণ

desha...1বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের ইতিহাসে ডিজিটাল বাংলা সিনেমার রুপকার জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার শীষ মনোয়ারের প্রযোজনায় শেরপুরে বেশ কিছু মনোরম লোকেশনে চিত্রায়িত হচ্ছে তরুন পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় বিগ বাজেটের ডিজিটাল বাংলা সিনেমা ‘দেশা দ্যা লিডার’। কয়েকদিন যাবত জেলা শহর শেরপুর সহ জেলার বিভিন্ন স্থানে একটানাভাবে চিত্রায়িত হচ্ছে সিনেমাটি। ছবিটিতে নায়ক হিসেবে অভিনয় করছেন নবাগত লাভার বয় চিত্র নায়ক শিপন, নায়িকার চরিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ের আলোচিত চিত্র নায়িকা মিষ্ঠি মেয়ে লাবন্যময়ী কণ্যা মাহিয়া মাহি, পর্দা কাপানো চলচিত্র অভিনেতা তারিক এনাম সহ এক ঝাঁক অভিনেতা ও অভিনেত্রীরা।

Shamol Bangla Ads

চিত্রনায়িকা মাহি বলেন, ভালবাসা দিবসে আমার অভিনীত বাংলা ছবি অগ্নি মুক্তি পেয়েছে। এ ছবিটি দর্শক ব্যাপক সাড়া দিয়েছে। কিন্তু নতুন একটি সিনেমায় অভিনয় করতে শেরপুরে আসায় অগ্নি ছবিটি দেখার সুযোগ মিলেনি। তবে আশা আছে শেরপুরের সত্যবতী সিনেমা হলে ছবিটি আমি উপভোগ করব। আমার ক্যারিয়ার গড়ার পেছনে একমাত্র অবদান শীষ মনোয়ার সাহেবের। আমি নতুন হলেও তিনি তার প্রথম প্রযোজনায় বাংলা ছবি ভালবাসার রঙে আমাকে নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। শেরপুরের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যখনই শেরপুরের কথা শুনি তখনি মনে হয় দ্রুত শেরপুরে ছোটে আসি। শেরপুরের মনমুগ্ধকর লোকেশন আমাকে বার বার হাতছানি দিয়ে ডাকছে কারণ আমার প্রথম ছবিটি শেরপুরে চিত্রায়িত হয়েছে। নতুন হলেও আমাকে অভিনয়ে স্থান করে নিতে চিত্র নায়ক রাজ্জাক অভিনেতা মিজু আহম্মেদ, চিত্র পরিচালক শাহীন ও সুমন, অভিনেত্রী নাসরিন, অভিনেতা অমিত হাসান, শিবা সানু, কাবিলা, আসিফ ইকবাল, শীষ ভাইয়া ও রানা ভাইয়া আমাকে বার বার দিক নির্দেশনা দিয়েছেন। নবাগত চিত্রনায়ক শিপন বলেন, আমার ছোট বেলার স্বপ্ন বাস্তবায়নের রুপকার শীষ মনোয়ার যিনি আমাকে বিগ বাজেটের একটি সিনেমাতে নায়ক চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। সাংস্কৃতিক কর্মী তারেক মুহম্মদ আব্দুল­াহ রানা বলেন শেরপুরের কৃতি সন্তান শীষ মনোয়ার শেরপুরের মনোরম লোকেশনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একের পর এক শেরপুরের মাটিতে বার বার সিনেমা নির্মাণ করে সফলতা অর্জন করেছেন। বিশেষ করে বাংলাদেশের হারানো চলচিত্র কে আবারও ফিরিয়ে দেওয়ার প্রত্যয়ে শীষ মনোয়ার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে শেরপুরের ফিল্ম সিটি গড়ে উঠবে। চিত্র প্রযোজক শীষ মনোয়ার বলেন আমি কথা নয় কাজে বিশ্বাসী আমার প্রযোজিত সবগুলো ছবি দর্শক ব্যাপক ভাবে গ্রহণ করেছে। আমি তরুনদের সাথে নিয়ে কাজ করতে চাই। আগামী ২৫শে ফেব্র“য়ারী পর্যন্ত শেরপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির একটানা চিত্রায়ন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!