শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরনখোলায় আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর সন্ত্রসী হামলার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে বাহিনী প্রধান উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামন পারভেজ ও শাহজাহান ওরফে টুন্ডা শাহজাহান। রবিবার দুপুরে উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
শরনখোলা থানার অফিসার ইন চার্জ আঃ সালেক জানান, গত শুক্রবার রাত সাড়ে ১১ টায় কর্মী সভা থেকে ফেরার পথে আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর হামলা চালায় পারভেজ বাহিনী। এ ঘটনায় শনিবার সকালে শরনখোলা থানায় একটি মামলা হলে পুলিশ তাদের গ্রেফতার করে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খোকন জানান, পারভেজ দীর্ঘদিন ধরে সাউথখালী ইউনিয়নে একটি সন্ত্রসী বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এছাড়া সে সুন্দরবনের কাঠ পাচার, মদক ব্যাবসা সহ বিভিন্ন অপরাদের সাথে জরিত। তার বিরুদ্ধে সোনাতলা গ্রামের বাদশা হত্যার সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে।