নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সাভারের রানা প্লাজা ধসে নন্দীগ্রামের নিহত আশরাফুল ইসলামের পরিবারকে গাভী ও বাছুর প্রদান করা হয়েছে। এমআরডিআই, এরিকসান বাংলাদেশ ও গ্রীণ ওয়াল্ডের পক্ষ থেকে বগুড়ার বিশিষ্ট সাংবাদিক হাসিবুর রহমান বিলু গত শুক্রবার ওমরপুরহাট থেকে একটি গাভী ও বাছুর ক্রয় করে নন্দীগ্রাম উপজেলার মুরারীদীঘি গ্রামের দুদু মিয়ার নিহত ছেলে আশরাফুল ইসলামের মা সায়জান বিবিকে প্রদান করেন। তার হাতে উক্ত গাভী ও বাছুর হস্তান্তর করেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা। ওই সময় উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত সকালের স্টাফ রিপোর্টার আ.বারিক, ওমরপুরহাটের ম্যানেজার মিজানুর রহমান ও আনোয়ার হোসেন প্রমুখ।
নন্দীগ্রামে আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান নন্দীগ্রাম উপজেলা বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, নন্দীগ্রাম উপজেলা বাসি আমার চিংড়িমাছ প্রতীকে বিপুল পরিমাণ ভোট দিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার জন্য পরিশ্রম করেছে। সে জন্যও আমি কৃতজ্ঞ। আমি বিজয়ী হতে না পারলেও সব সময় নন্দীগ্রাম উপজেলার উন্নয়নসহ জনগণের পাশে থাকবো। খবর বিজ্ঞপ্তির।
নন্দীগ্রামে আন্তর্জার্তিক মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আ.কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুঞ্জুরুল ইসলাম রাজু, জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মোস্তফা কামাল, পৌর সভাপতি রাকিবুল আলম, সেক্রেটারী রাকিব হাসান, ছাত্রশিবির নেতা আরিফুল ইসলাম ও সোহাগ প্রমুখ।