মো. ফারুক হোসেন, ঢাকা : একটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে কদমতলী থানা পুলিশ । রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকার পাইপপাড়া বালুর মাঠ থেকে ২২ ফেব্র“য়ারী শনিবার বিকাল ৩ টায় তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন, রাকিব (২৫) ও মাসুদ (২০)।
কদমতলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বালুর মাঠে সন্ত্রাসীদের দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে অস্ত্রসহ আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে ।